শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মোটরসাইকেলে নৌকার লিফলেট, মাশরাফি সমর্থকদের জরিমানা

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার ৪ সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলা শহরের হাতির বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের দুইটি আসনে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে নগরীর হাতির বাগান এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট স্টিকার লাগানোর দায়ে ৪ মোটরসাইকেলচালককে মোট ৫২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, যানবাহনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট স্টিকার লাগানোর দায়ে ৪টি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ