ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নৌকা ছেড়ে ঈগলের পক্ষে আওয়ামীলীগের নেতারা

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪২

নাটোর-১( লালপুর -বাগাতিপাড়া) আসনে নৌকা ছেড়ে ঈগলের পিঠে উঠলেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা। ফলে ঈগলের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে লালপুর -বাগাতিপাড়ায়। সর্বত্রই আলোচনা চলছে নৌকা ছেড়ে ঈগলের পক্ষে যাওয়া আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের নিয়ে।

বুধবার ২৭ ডিসেম্বর লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করতে দেখা যায় নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।

এসব বিষয় মিডিয়া ও ফেসবুকে ভাইরাল হওয়ায় লালপুর -বাগাতিপাড়ায় এখন আলোচনার কেন্দ্র-বিন্দু। তবে প্রথম থেকেই ঈগলের পক্ষে রয়েছে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান সহ দুই উপজেলার ৭০ ভাগ পদধারী নেতারা ঈগলের নির্বাচনী প্রচারে রয়েছে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ