ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

মির্জাপুরকে সুন্দর রাখতে ট্রাক প্রতীকে ভোট চাইছেন আ.লীগ নেতারা

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৮

টাঙ্গাইলের মির্জাপুরকে পূর্বের মতো সুন্দর, মাদকমুক্ত করতে ট্রাক প্রতীকের বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন আ.লীগের একাধিক নেতা। বুধবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী জনসভায় বক্তারা এসব মন্তব্য করেন।

সভায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীম আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুনসহ আরো অনেকে।

এসময় বক্তারা মির্জাপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারি একযোগে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। সভা শেষে ওই এলাকায় ভোট চেয়ে বেড়ান নেতাকর্মী ও সমর্থকরা। অপরদিকে ফিরিঙ্গিপাড়া এলাকায়ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ