ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ 

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৩

নাটোরে-২ (নাটোর সদর -নলডাঙ্গা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে নাটোর শহরের উপজেলার দত্তপাড়া বাজারে ওই ভাঙচুরের ঘটনা ঘটে।

মো. আহাদ আলী সরকার নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের দত্তপাড়া এলাকায় কয়েকজন হাতে পিস্তল নিয়ে এসে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকারের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে। এ সময় তাদের হাতে পিস্তল থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভয়ে সরে পড়েন। পরে ক্যাম্পের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ক্যাম্পে কিছুক্ষণ পর ট্রাক প্রতীকের প্রার্থীর এক পথসভা হওয়ার কথা ছিল। তার আগেই ক্যাম্প ভাঙচুর করা হয়। এ ঘটনার পর নির্বাচনি ম্যাজিস্ট্রেট ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার বলেন, এ বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবহিত করেছি। এর আগেও নলডাঙ্গা উপজেলার মাধনগরে আমার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। আজকের এ ঘটনায় পুলিশ তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, আমরা অন্য এক পথসভা থেকে জানতে পারি, দত্তপাড়ায় আমাদের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছাই। প্রতিনিয়তই ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। এমন ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ