শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রেল লাইনের উপর লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১২

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি পণ্যবাহী লরি। আর এই লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রেল লাইনের উপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, রেল লাইনের উপর থেকে লরিটি সরাতে সময় লাগবে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল সাতটায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ