ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভোট বর্জন করতে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করেছে বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলা ২নম্বর গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না বাজারে এ প্রচার মিছিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর থেকে গৌরীচন্না বাজারে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর কিছু নেতাকর্মীরা আসতে শুরু করে। পরে একত্র হয়ে বাজারের মধ্যে ভোট বর্জনের মিছিল দেয়। এ সময় বিভিন্ন দোকানে দোকানে ভোট বর্জনে উৎসাহিত করতে লিফলেট বিতরণ করেন তারা।

মিছিল শেষে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর হক স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এ অবৈধ সরকারের পাতানো নির্বাচন প্রতিহত ও প্রত্যাখ্যান করে আমরা অসহযোগ আন্দোলন ও লিফলেট বিতরণ করেছি।

তিনি আরও বলেন, আমরা গৌরীচন্না বাজারে সকল মানুষকে এ ভোট বর্জন করতে আহ্বান করেছি। এই সরকারের পাতানো নির্বাচন আমরা মানবো না।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, গোপনে বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হয়ে জেলার বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে হঠাৎ এ ধরনের প্রচার-প্রচারণা চালায়। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ