সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ময়মনসিংহ-৪ (সদর) আসন: স্বতন্ত্রের ট্রাকে অস্বস্তিতে নৌকা

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল, রাজনৈতিক হিসেব-নিকেষসহ নানা সমীকরণ এখন পুরুদমে চলছে। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মাঝে অন্যতম মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ (সদর) আসন।

এই আসনে দুই মেয়াদে এমপি ছিলেন রওশন এরশাদ। এবার নির্বাচনের মাঠে রওশন এরশাদ না থাকলেও বিভাগীয় সদর হওয়ায় এই আসনটি অন্যতম মর্যাদাপূর্ণ আসন।

এই আসনে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির একেএম ফজলুল হক, ১৯৯৬ জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ, ২০০১ সালে বিএনপির দেলোয়ার হোসেন খান দুলু, ২০০৮ সালে আওয়ামী লীগের অধ্যক্ষ মতিউর রহমান এবং বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এ আসন মহাজোটকে ছাড় দেওয়ায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি হন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড ও ১১টি ইউনিয়ন পরিষদ নিয়ে ময়মনসিংহ-৪ সদর আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২২ হাজার ৭৯৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪৭৭ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন প্রয়াত সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পুত্র ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। আর জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে লড়ছেন আবু মুসা সরকার। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম (ট্রাক), বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু (কাঁচি)।

এছাড়াও তরিকত ফেডারেশনের প্রার্থী বিশ্বজিত ভাদুরী (ফুলের মালা), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল মান্নান (ডাব), তৃণমূল বিএনপির প্রার্থী দীপক চন্দ্র গুপ্ত (সোনালী আশ), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী পরেশ চন্দ্র মোদক (গামছা), ন্যশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলাম (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম খান (একতারা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর সঙ্গে। ভোটাররা বলছেন, নির্বাচনে বিএনপি আসেনি এবং স্বতন্ত্র প্রার্থী যিনি হয়েছেন তিনিতো আওয়ামী লীগেরই লোক। তাই নৌকা ও ট্রাকের মধ্যে ভোটের তীব্র লড়াই হবে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয় সেক্ষেত্রে নৌকার বিপরীতে অন্যান্য প্রার্থীর তুলনায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীই এগিয়ে থাকবেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

এদিকে টানা ৩ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে সে তুলনায় অনেকটা পিছিয়ে ময়মনসিংহ। উন্নয়নে পিছিয়ে পড়ার জন্য যোগ্য নেতৃত্বের অভাবকেই মনে করছেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ভৌত অবকাঠামো ছাড়া দৃশ্যমান তেমন উন্নয়ন হয়নি ময়মনসিংহ সদরে।

যদিও ময়মনসিংহ-৪ সদর আসনে জাতীয় পার্টির এমপি রওশন এরশাদের উদ্যোগে ময়মনসিংহ পৌরসভা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলা থেকে ময়মনসিংহ বিভাগ হয়েছে।

ব্রহ্মপুত্র নদের ওপর নগরীর কেওয়াটখালি এলাকায় দেশে প্রথম স্টিল আর্চওয়ে সেতু ও নগরীর রহমতপুর বাইপাসে ব্রহ্মপুত্রের ওপর আরেকটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি ময়মনসিংহবাসীর প্রত্যাশিত ঢাকা-ময়মনসিংহ রেললাইনে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু ও ঢাকা-ময়মনসিংহে ডাবল রেললাইন স্থাপন, আরেকটি পরিকল্পিত নগর গড়ে তোলা, নগরীর ভেতরে থাকা রেললাইনের কারণে সৃষ্ট যানজট নিরসনে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ, সদরে আলাদা জেনারেল হাসপাতাল নির্মাণ যাকে দিয়ে সম্ভব সেই প্রার্থীকেই এবারের নির্বাচনে বেছে নিতে চান এই আসনের ভোটাররা।

এদিকে নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনি প্রচার। আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী ও সমর্থকসহ নানা শ্রেণি পেশার মানুষের নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নিলেও আওয়ামী লীগের একাংশ নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তর পক্ষে প্রচারে নামেননি।

নৌকার সমর্থকরা বলছেন, গণসংযোগে ব্যাপক সাড়া মিলছে। ময়মনসিংহের উন্নয়নে ভোটাররা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকেই বেছে নেবে এবারের নির্বাচনে।

অপরদিকে, ময়মনসিংহ সিটি মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর সহোদর বড় ভাই আমিনুল হক শামীম নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। স্থানীয় আওয়ামী লীগে প্রভাবশালী অনেক নেতা এই স্বতন্ত্র প্রার্থী সঙ্গেও আছেন অনেকে। ময়মনসিংহ সিটি সাবেক ও বর্তমান অনেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ও বর্তমান অনেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান। এর বাইরে নারী উদ্যোক্তা, ব্যবসায়ী সমাজ ও পরিবহন শ্রমিক ইউনিয়নসহ নানা শ্রেণি পেশার মানুষের একটি অংশ সমর্থন দিচ্ছেন এই স্বতন্ত্র প্রার্থীকে। এই প্রার্থীর মাঠঘাট চষে বেড়ানো সমর্থকদের দাবি ময়মনসিংহের উন্নয়নে আমিনুল হক শামীমের (সিআইপি’র) বিকল্প নেই।

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাবা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নীতি নৈতিকতা ও আদর্শের পথ ধরেই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যা দরকার সবকিছুই করছেন ছেলে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত। জাতীয় পার্টির রওশন এরশাদকে ছাড় দেওয়ায় গত ১০ বছর এই আসনের ভোটার নৌকায় ভোট দেওয়ার সুযোগ পায়নি। এজন্য এ আসনের ভোটাররা নৌকায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম জানান, আওয়ামী লীগের সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি দলের জন্য সবসময় সাধ্যমতো সময় দিয়েছি। করোনাকালে নানা সহায়তা দিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকসহ নানা শ্রেণি পেশার মানুষের পাশে থেকেছি। ময়মনসিংহ সদরের মানুষ সব সময় আমাকে কাছে ও পাশে পেয়েছে। আশা করি স্থানীয় ভোটাররা আমার কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যের সংরক্ষণে ব্যবস্থাসহ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ময়মনসিংহ-৪ সদর আসনের চেহারা পাল্টে দিতে সক্ষম হবো।

স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু জানান, পৌরসভার চেয়ারম্যান ও এমপি থাকাকালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, পরানগঞ্জে ২০ শয্যার হাসপাতাল, ময়মনসিংহ বাইপাস সড়ক নির্মাণ, চরাঞ্চলে ভেড়িবাঁধ নির্মাণ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, ময়মনসিংহে মা ও শিশু কল্যাণ হাসপাতাল স্থাপনসহ অনেক উন্নয়ন কাজ করেছি। আসন্ন নির্বাচনে ময়মনসিংহ সদরের মানুষ আমার কর্মকাণ্ডের মূল্যায়ন করবে বলে তিনি আশা করছেন।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু মুসা সরকার জানান, ময়মনসিংহ সদর আসনে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। বিএনপি নির্বাচনে না আসায় এবং আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হয়ে যাবে মনে করে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ