ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাউখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ 

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬

পিরোজপুরের কাউখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ।

প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১৭৬ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩২১ পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ভোটগ্রহণ কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ