ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩১

পটুয়াখালীর কলাপাড়ায় লাকী বেগম নামে (২৪) গলায় ফাঁস দেয়া এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌর শহরের রহমতপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত লাকী বেগম উপজেলার ধুলাসার ইউপির মাসুদ দফাদারের স্ত্রী। তিনি ১৮ মাস বয়সী এক শিশু সন্তান এবং স্বামী নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে বাসার একটি কক্ষে গলায় ফাঁস নেয় লাকী । এ সময় বাসায় তার স্বামী মাসুদ দফাদার এবং মা উপস্থিত ছিলেন। পরে গোঙ্গানির শব্দ শুনে তারাসহ প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, কেন ও কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ