ফেনী শহরের একটি বাসায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ। মঙ্গলবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের স্টার লাইন টার্মিনালের পাশে ইতালি ভবনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দগ্ধরা হলেন- এরিস্ট্রো ফার্মা ঔষধ কোম্পানি ফেনী ডিপোর জুনিয়র একাউন্টন্স অফিসার আশিষ কুমার সরকার (৪০), তার স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও ছেলে রিক কুমার সরকার (৯)। আশিষ কুমার ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার, ডুবাউড়া ইউনিয়নের নেপাল সরকারের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইতালি ভবনের পঞ্চম তলার একটি বাসায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এ সময় আগুন ধরে গেলে বাসার মধ্যে থাকা শিশুসহ একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়।
এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ