দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নীলফামারীর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা যায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি'র আপন ভাগ্নে জেলা জাতীয় পার্টির সভাপতি আহসান আদেলুর রহমান আদেল।
ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন কাঁচি প্রতীকে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম (সিদ্দিক)।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, আমি এখনও কোনো চিঠি পায়নি। যদি আমাকে অব্যাহতি দিয়ে থাকে এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি জনগণের জন্য ভোট করছি, কোনো দলের জন্য নয়।
তবে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ