ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নান্দাইলে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯

ময়মনসিংহের নান্দাইলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী নামক স্থানে এম.এম.বি ইটভাটার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের আ. সাত্তারের পুত্র মহসিন (৩৪) ও কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জ উপজেলার পাটদা গ্রামের জিল্লুর রহমানের পুত্র আতাউর রহমান জীবন (২৮)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামিদ্বয় আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেলের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজুসহ ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ