আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কানাইপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে ওমর ফারুক (২৫) ও বিকাশ চন্দ্র ঘোষের ছেলে লিংকন ঘোষ (২১) কে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ গণমাধ্যমেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর সময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম আটক করে আমাকে ফোন করে অবগত করেন। ঘটনাস্থলে এসে এর সত্যতা নিশ্চিত করি।
এ সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ৭-১ এর (ক) ধারায় তাদেরকে আইনের আওতায় আনা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার এর নির্দেশ মোতাবেক প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার লাগানো হয়েছে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ