ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পৌরশহরের মোহাম্মদ আলী সড়কে অবস্থিত সদর উপশাখা ব্রাঞ্চে অর্ধশতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের সদর উপশাখার অফিসার্স ইনচার্জ এ এম সামিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, সমাজসেবক প্রদীপ কুমার, ব্যাংকের সহকারী অফিসার মারুফ হোসেন প্রমূখ।
আইএফআইসি ব্যাংকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি প্রতিবারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। এটির মাধমে কিছু মানুষ হলেও তাদের শীত নিবারণ করতে পারবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ