শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আ.লীগ প্রার্থী ড. সাদিকের শুভেচ্ছা বিনিময় 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ সাদিক। সভায় জেলা আ.লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

শুভেচ্ছা বক্তব্যে ড. মোহাম্মদ সাদিক বলেন, সুনামগঞ্জ-৪ আসনে নেত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে কর্মী হতে পাটিয়েছেন। আমি জনগণের কর্মী হতে নির্বাচনে প্রার্থী হয়েছি, সাহেব হতে নৌকার প্রার্থী হইনি। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর এলাকার জনগণের সুখ দু:খের সাথী হতে চাই। আপনারা জানেন আমি একজন সংবাদ কর্মী ছিলাম। সাংবাদিকতা করেছি। আমি আপনাদের (সাংবাদিকদের) একজন সহকর্মী হিসেবে আপনাদের সাহায্য-সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুরের উন্নয়নে কাজ করব। এ অঞ্চলের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে আমি মর্মাহত। এ অঞ্চলের উন্নয়নে অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগের উন্নয়ন করে সুনামগঞ্জের চিত্র পাল্টে দিতে কাজ করব। সুরমা নদীর আক্রমণ থেকে সুনামগঞ্জ শহরকে রক্ষার জন্য আমি পদক্ষেপ গ্রহণ করবো। হাওর এলাকার মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করবো। আপনাদের ভালবাসা হৃদয়ে ধারন করে আমার নির্বাচনী প্রচারনা আরো এগিয়ে যাবে তা আমি বিশ্বাসা করি।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরবাসী আজ ঐক্যবদ্ধ। এই আসনের সাধারণ মানুষ দীর্ঘ দশটি বছর পর আওয়ামী লীগের মনোনীত একজন প্রার্থী পেয়েছেন। আমার জেলা আ.লীগ নতুন কমিটি হওয়ার পর কথা দিয়েছিলাম এই আসনে নৌকা প্রতীক নিয়ে আসবো, আমরা নৌকা প্রতীক নিয়ে এসেছি। তাই আগামী ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে ড. মোহাম্মদ সাদিককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আরটিভি প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, চ্যানেল ২৪ প্রতিনিধি এ আর জুয়েল, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, কুলেন্দু শেখর দাস, আল-হেলাল, এ কে এম মিলন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ-সেবক জিয়াউল হক, সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মো. শামছুল আবেদীন, বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ