মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্দারগাও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জিএম রাশেদুল ইসলাম।
সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বৈদ্দারগাও বাজার এলাকায় পাকা রাস্তার উপর অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করেন বৈদ্দারগাও গ্রামের সামসুল হকের ছেলে আ. রাজ্জাক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০০৮ ধারায় আ. রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ