ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

একটিও জাল ভোট হলে কর্মকর্তারা চাকরিচ্যুত : ইসি হাবিব

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪

একটিও জাল ভোট হলে কর্মকর্তারা চাকরিচ্যুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পিরোজপুর জেলার রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার তিনটি আসনের সকল প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ফারাগুল নিজুমসহ সেনাবাহিনীর সদস্য, র‌্যাব-৮ এর সদস্য, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলার নির্বাচন

অফিসারগণ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

এ সময় প্রার্থীরা ইসি আহসান হাবিবের কাছে নির্বাচনী বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন ইসি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসি মো. আহসান হাবিব খান বলেন, আমাদের নির্বাচন কমিশন এ নিয়ে প্রায় ১৩’শ নির্বাচন অনুষ্ঠিত করেছে, আসছে জাতীয় নির্বাচন হবে ১০০% ফ্রি-ফেয়ার। যদি একটিও জাল ভোট পড়ে তাহলে চাকরিচ্যুত হবেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসার সহ সকল সরকারি কর্মকর্তারা। সেই সাথে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ