ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

ঈশ্বরদীতে ছাত্রলীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

পাবনার ঈশ্বরদী পৌর শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণার সময় ছাত্রলীগের নেতার্মীদের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতকার্মীদের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার প্রচারণা চালাচ্ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণ করে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিএনপির লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর এলাকায় বিএনপি-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ