টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংষর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। একই ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাটিপাড়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনর্চাজ মীর মোহাম্মদ সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিহাতী থেকে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়ায় পৌঁছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাস ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত হয় অন্তত ১৩ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ