ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

কাউখালীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১৬

পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতি গ্রামের এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, একই গ্রামের সোহরাব হোসেন খানের ছেলে মেহেদী হোসেনের মুদির দোকান সোমবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানের মালিক মেহেদী জানান, আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় দোকানে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ