ঝিনাইদহের কোটচাঁদপুরে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে আয়রা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আয়রা উপজেলার পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার আসিফ মেহেদীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদে কয়েকজন শিশুর সাথে খেলা করছিলো আয়রা। এ সময় অসাবধানতা বশত শিশুটি ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরতর আঘাত পায়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে, চিকিৎসক শিশুটিকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধায় শিশুটি মারা যায়।
এদিকে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ