ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে ট্রাকচাপায় মা ও শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:৪৪

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা রিনা বেগম (২৮) ও তার ছেলে রায়হান হাসান (২)। নিহত রিনা উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেল যোগে মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে একইমুখী পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়।

পরে মোটরসাইকেল ও চালক মনির সড়কের পাশে ছিটকে পড়ে। রিনা ও ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

মোটরসাইকেল আরোহীর চাচা আবু বক্কর সিদ্দিক (৪৫) জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাতিজা বাবু আহত এবং কান্না করছে। পরে চাকার নিচে ভাতিজা বউকে পড়ে থাকতে দেখি। তারা সন্তানসহ বিয়ের দাওয়াত শেষে বাড়ি আসছিলেন। সড়ক দুর্ঘটনায় মনিরের স্ত্রী ও ছেলে নিহত হয়েছে। আর মনির আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী সম্পূর্ণ করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ