বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আলতাফ আলী আত্তাব (৬৫) নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার ছোট আখিড়া গ্রামের মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত মুয়াজ্জিন আলতাফ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছহির আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুয়াজ্জিন আলতাফ বাড়ি থেকে বেরিয়ে ছোট আখিড়ার মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়।
পরে পথচারীরা তাকে এবং আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতলে নেয়। পরে চিকিৎসক মুয়াজ্জিন আলতাফকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ