শেরপুরের নকলায় বিল থেকে মো. আব্দুল মন্নাছ (৪০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকার বাঘমারি বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ।
নিহত মুন্নাছ আলী উপজেলার টালকী ইউনিয়নের টালকী পশ্চিমপাড়া এলাকার মৃত ময়ছর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মন্নাছ রোববার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয় কৃষকরা সোমবার সকালে মাঠে কাজ করার সময় বাঘমারি বিলের কিনারে কাদা মাটিতে কুচুরি পানা দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। কাছাকাছি গিয়ে মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয়রা নকলা থানায় খবর দেন। মরদেহের মুখসহ সারা শরীরে কাদা মাখানো থাকায় প্রথমে নাম পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে নাম ও ঠিকানা শনাক্ত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আরাফাতুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।
তিনি বলেন, এখনো হত্যার কারণ জানা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে পরে হত্যার কারণ জানা সম্ভব হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ