ময়মনসিংহের নান্দাইলে ৪২টি মাদরাসার ৪০০ দরিদ্র, এতিম ও অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় খারুয়া মদিনাতুল উলুম মাদরাসায় আন-নুসরাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অর্থমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাইফুল ইসলামের অর্থায়নে জনতা ব্যাংকের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।
মাদরাসার মোহতামিম মাওলানা কাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি খাদিমুল ইসলাম, মাওলানা তারিক জামিল, মাওলানা নুরুল হক, মাওলানা সোহাগ হোসাইন,মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
মাওলানা কাজী আব্দুস সাত্তার বলেন, এই শীতে যেন হতদরিদ্র, এতিম ও অসহায় ছাত্ররা কষ্ট না পায় তাই আমাদের এই প্রয়াস। মাদরাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে। কম্বল বিতরণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ