ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

নালিতাবাড়ীতে সরিষার ভালো ফলনে কৃষকের মুখে হাসি

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৫:২৯

শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে সরিষার হলুদ ফুলে মাঠঘাট ছেয়ে গেছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে মাঠঘাট। দুরন্ত শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ছুটোছুটি করছে সেই হলুদ আঙিনায়। আবার তরুণ তরুণীরা এই হলুদ সৌন্দর্যে সেলফিতে একাকার হয়ে যাচ্ছে বাদ যাচ্ছে না শিশু থেকে সকল বয়সী নারী পুরুষ। রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যেন সরিষার হলুদ ফুলের দখলে। কত কবিতার সুরে সুরে পোস্ট।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৩/২৪ অর্থ বছরে ২ হাজার ১৭৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর ১২১০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।

সরেজমিনে দেখা যায়, মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সরিষা ফুলের চারপাশে মৌমাছির আনাগোনা বেড়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ বলেন বলেন, ‘নালিতাবাড়ীতে এ বছর ২ হাজার ১৭৩ হেক্টর সরিষার আবাদ হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ৯শ ৬৩ হেক্টর বেশি আবাদ হয়েছে। ৯ হাজার ৬শ জন কৃষকের মাঝে ভালো মানের বীজ ও সার বিতরণ করেছি। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি। সাধারণত মাঘ ও ফাল্গুন মাসে কৃষকরা ঘরে সরিষা তুলতে পারবেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ