বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি আবারো নড়াইলের-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।
নড়াইলের এই কৃতি সন্তান পায়ের সমস্যার কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষে পদ্মা এবং মধুমতি সেতু পাড়ি দিয়ে সড়ক পথে নড়াইলে আসেন। রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় তার নড়াইলে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু নড়াইল শহরে পৌঁছানোর আগে তিনি টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলিসহ কবর জিয়ারত করেন। পরে ঢাকা-কোলকাতা ভায়া নড়াইল সড়কের নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন। এ সময় জনতার ঢল নামে।
মহাসড়কে দেখা দেয় যানজট। পুলিশের পাশাপাশি যানজট নিরসনে এক পর্যায়ে মাশরাফি নিজেই ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা যায়। মাশরাফির আগমনে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।লোহাগড়া থেকে নড়াইল শহরের দূরত্ব ২৫ কিলোমিটার। এই সড়ক অতিক্রম করতে মাশরাফির প্রায় ৪ ঘণ্টা সময় লেগে যায়।
নড়াইলে পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
মহাসড়ক সংলগ্ন পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সুযোগ করে দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আমার কাজে তুষ্ট হয়ে আবারও নৌকা প্রতীক দিয়েছেন। আমি আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ পেয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ