পিরোজপুরের কাউখালীতে লতিরাজ জাতের কচু চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। প্রধানমন্ত্রীর অনুশাসন, এক ইঞ্চি জমিও অনাদি থাকবে না, তারই আলোকে উপজেলার উজিয়াল খান গ্রামের সুনীল রায়ের ছেলে কৃষক সুজন রায় উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পাঁচ শতাংশ অনাবাদি স্যাঁতস্যাঁতে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় লতিরাজ জাতের লতি কচু চাষ করে স্বাবলম্বী হয়েছে এই কৃষক।
কৃষক সুজন রায় বলেন, কারো কাছে হাত না পেতে এই লতি কচু চাষ করে বাজারে বিক্রি করে আমি আমার স্ত্রীর-সন্তানদের নিয়ে সংসার পরিচালনা করতে সক্ষম হয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে তাদের কৃষি কাজের যাবতীয় সহযোগিতা করে যাচ্ছি।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, উপজেলার প্রত্যেকটি মাঠে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের পাশে থেকে তাদের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ