ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নারায়ণগঞ্জে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি-না সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেলওয়ে জুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ জন নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছিল।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক বলেন, আমরা তাদের হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ