ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

মিরসরাইয়ে মহাসড়কে বিএনপির বিক্ষোভ

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪০

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা বিএনপি।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলার বড়তাকিয়া এলাকায় এ কর্মসূচি পালন করেছেন তারা।

বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বাক সালাহ উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, অবৈধ সরকারের পদত্যাগ, প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল ও ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে অসহযোগ আন্দোলনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, রোববার ভোরে বড়তাকিয়া এলাকায় মহাসড়কে মিছিলের চেষ্টা করেছে বিএনপি। তবে পুলিশি তৎপরতার কারণে কোনো কর্মসূচি পালন করতে পারেনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ