বরিশালের উজিরপুরে বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২)। তাদের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টায় সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম করিমন) সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রলির দুইজন নিহত হয়। এ ছাড়া বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ