ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জের পূর্বাচলে মাটি চুরি, গ্রেফতার ২

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় প্রকাশ্যে দিবালোকে মাটি চুরির সময় হাতেনাতে দুই মাটি চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভেকু ও মাটি বহনকারী ড্রামট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী কৃষ্ণপদ হালদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার সন্ধ্যায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২০নং সেক্টরের ১১১নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩টি প্রকল্প উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর বিকেলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক, অতিরিক্ত প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী কৃষ্ণপদ হালদার প্রকল্প পরির্দশণে আসেন। পরিদর্শনে এসে দেখতে পান ২০নং সেক্টরের ১১১নং রোডে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এসময় রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে ওই দুই জনকে। এসময় ১টি ভেকু, ১টি মোটরসাইকেল ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এসময় আমদিয়া এলাকার আওলাদ হোসেন মোল্লার ছেলে নাঈম মোল্লা, লালমাটি (মাঝিপাড়া) এলাকার আব্দুল হেকিমের ছেলে রফিকুল খানকেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাঈম মোল্লা, রফিকুল খানের নেতৃত্বে ৪০/৫০ জন মিলে দীর্ঘদিন ধরে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী কৃষ্ণপদ হালদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ