ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টেকনাফের পুড়ে ছাই ৫ পরিবারের মাথা গোঁজার ঠাঁই

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ২২:২৯

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার হলবনিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে রয়েছেন এসব পরিবারের সদস্যরা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে। এর আগে সকাল ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার হলবনিয়া গ্রামের কামালের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে কামালের বাড়ি, জাগির, সাহাব মিয়া, হোছন আহমদ ও খতিজা বেগমের পরিবারসহ পাঁচ বসতঘর ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে মাথা গোঁজার ঠাঁই হারান এস পরিবারের সদস্যরা। প্রচণ্ড শীতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, আগুনে পুড়ে যাওয়া ৫টি বসতবাড়ির মালিকরা এখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেকে সার্বিক সহযোগীতা করার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ