ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

হিরো আলমের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ২১:৫১

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটে।

হিরো আলম বলেন, আমরা মুরাদপুর বাজারে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা বাধা দেয়। তারা বলেন- এই বাজারে নৌকার প্রচার ছাড়া কোনো প্রার্থীকে গণসংযোগ করতে দেওয়া হবে না। এ কথা বলেই ধাক্কা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, আমার জানা মতে ওই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত না। তারা এমপি প্রার্থী তানসেনের লোক হতে পারে।

অভিযোগ বিষয়ে জানতে বগুড়া-৪ আসনের নৌকার প্রার্থী একেএম রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়াছিলাম। তার অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ