ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীপুর নৌকার সমর্থনে তারুণ্য সমাবেশ

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসিকে সমর্থন জানিয়ে গাজীপুরের শ্রীপুরে এক তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার মাওনা চৌরাস্তা ফ্লাইওভার নিচে তারুণ সমাজ এর উদ্যোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল এর ব্যানারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক রুমানা আলী টুসি।

তিনি বলেন, নৌকার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এসব মোকাবিলা করেই নৌকাকে বিজয়ী করতে হবে। তোমাদের মাঠে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। ৭ তারিখ নৌকাকে বিজয়ী করে এর উপযুক্ত জবাব দিব।

নাছির মোড়লের সভাপতিত্বে ও পৌর ছাত্র লীগ নেতা মাহমুদ হাসান শাকিল এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর মেয়র আনিসুর রহমান আনিস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.আব্দুল জলিল, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

এর আগে অধ্যাপক রুমানা আলী টুসি এর নেতৃত্বে পায়ে হেঁটে মাওনা চৌরাস্তায় শ্রীপুর ও সদর উপজেলার হাজার হাজার তরুণদের অংশগ্রহণ নৌকার পক্ষে বিশাল মিছিল প্রদক্ষিণ করে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ