ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে সৌখিন মৎস্য শিকারিদের উৎসব

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৭

জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম বৃদ্ধিগ্রামের মজুমদার্ণী পুকুরে দুই দিনব্যাপী সৌখিন মৎস্য শিকারিদের উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাছ শিকার দেখতে ভিড় করছে এলাকাবাসী।

শনিবার (২৩ ডিসেম্বর) ২ দিনব্যাপী মৎস্য শিকার এই উৎসবের শেষ দিন ছিল।

এখানকার সমবায় সমিতির পুকুরেও মাছ চাষ করেছে কিছু সৌখিন মৎস চাষি। তাদের উদ্দেশ্য হলো বড় বড় মাছ তারা চাষ করবে এবং সৌখিন মৎস্য শিকারীদের আমন্ত্রণ জানাবেন। যেখানে টিকেট কেটে এই বড় মাছগুলো যেন ধরে তৃপ্তি পায়।

সৌখিন মৎস্য শিকারির উৎসবে ২০ টি সৌখিন শিকারির দল অংশ নেয়। যেখানে প্রত্যেকে ২০ হাজার টাকায় সিট কিনে দুই দিন ধরে মাছ ধরেন। এ সময় একটি টিকিটের বিনিময়ে ৬টি ছিপ ফেলার সুযোগ পান তারা। দুদিনের সাধনায় সফলতার মুখ দেখেছেন অনেকেই। ৮ থেকে ২০ কেজি ওজনের বিশাল রুই, কাতল বা ব্রিগহেড মাছ ধরেছে শিকারিরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ