ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:১৫

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মোস্তফা (৪৫) একজন নিহত হয়েছেন।

নিহত গোলাম মোস্তফা পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি শমসেরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও পাটগ্রাম ট্রাক অফিসের ম্যানেজার।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা সকালে একটি হোটেলে নাস্তা খাওয়ার পর সড়ক পার হচ্ছিলেন। এমন সময় দাঁড়িয়ে থাকা বুড়িমারীগামী একটি ট্রাক ব্র্যাক দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ