মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীতে ভেসে উঠলো নবী হোসেন (৩৫) নামের এক জেলের মরদেহ।
শনিবার (২৩ ডিসেম্বর) ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয় তিনি।
নিহত নবী হোসেন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী এবং ১২ বছর ও ৪ মাস বয়সী দুটি ছেলে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চর বলাকী গ্রামের আমান উল্লাহকে সঙ্গে নিয়ে নদীতে মাছ শিকার করতে যান নবী হোসেন। নদীতে জাল পেতে দুজনেই ঘুমিয়ে ছিলেন। এ সময় বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় আমান উল্লাহ সাঁতরায়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন নবী হোসেন।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন হোসেন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য পিন্টু।
এ বিষয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হাবীব উল্লাহ জানান, মরদেহ উদ্ধারের খবর আমরা এখনো পাইনি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ