ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্রের ভোট বন্ধ : সিইসি

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩২

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে শনিবার (২৩ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কাজী হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হবে। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন তাদের ফলাফল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে এ জন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলব, সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না। এ সময় নির্বাচন কমিশনে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ