ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০

টাঙ্গাইলের কালিহাতী‌তে ট্রেনের ধাক্কা‌য় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (২২ ডিসম্বের) বিকেলে উপজেলার হাতিয়ার অর‌ক্ষিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিক নিহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে তিনজন হাতিয়া রেলক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপ পরিদর্শক আকবর হোসেন বলেন, অর‌ক্ষিত রেলক্রসিং পার হওয়ার আরোহী ঘটনাস্থলেই মারা যান। তা‌দের একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল

হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ