ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মিরসরাইয়ে বিরল প্রজাতির ঈগল উদ্ধার

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:২১

চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের ভূঁইয়াপাড়া গ্রামে বিরল প্রজাতির একটি ঈগল পাখি ধরা পড়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলটি অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাখিটি উড়ে এসে একটি পুকুরে পড়লে গ্রামের লোকজন পাখিটি উদ্ধার করে। পাখিটির ডানায় ও পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে।

স্থানীয় আলি রিয়াদ জানান, বৃহস্পতিবার বিকেলে আমাদের বাড়ির সামনের পুকুরে বিরল প্রজাতির ঈগল পাখিটি উড়ে এসে পড়ে। পরে আমি পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসি। এরপর তার শরীরের কয়েকটি অংশে ক্ষত দেখে বায়োডিন ক্রিম লাগিয়ে গোয়াল ঘরে রাখি। এরপর শুক্রবার সকালে সবাই দেখতে আসে। সকালে শরীরের অবস্থা কিছুটা ভালো দেখে তাকে আকাশে অবমুক্ত করা হয়। তার ধারণা পাখিটি কোনো কিছুর সাথে আঘাত পেয়ে পুকুরে পড়ে যায়।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুদ্দোহা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমার এলাকায় একটি বিরল প্রজাতির ঈগল পাখি ধরা পড়েছে শুনেছি। পাখিটির শরীরের ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত কোনো কিছুর সাথে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। আজ সকালে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানী এলাকায় ঈগল ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ