ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩

ভয় নয়, জয়ের গল্প গণিত এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথমবারের মতো জেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী রূপগঞ্জের কাঞ্চনে' মাসকো স্কুল কাঞ্চন' এর আয়োজনে জেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে পড়ুয়া মোট ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সদস্য ও দেশের গণিত উৎসবের অন্যতম প্রবর্তক ড. মোহাম্মদ কায়েকোবাদ, মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর, মাসকো স্কুলের অধ্যক্ষ, জুলিয়েট গ্লোরিয়া গোমেজসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

প্রতিযোগিতা শেষে পরে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে, অনুষ্ঠান ঘিরে বিজয়ের মাস উপলক্ষ্যে স্কুলের পক্ষ থেকে বর্ণিল আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, মুক্তিযুদ্ধ বিষয় মঞ্চ নাটকসহ নানা ধরনের কসরত করে উৎসবে মাতিয়ে রাখেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গণিতের মতো একটি বিষয় নিয়ে যে উৎসব হতে পারে সেটা প্রত্যক্ষ আর উপভোগ করেছেন অনুষ্ঠানে যোগ দেওয়া শিক্ষার্থী আর অভিভাবকগণ।

মাসকো স্কুল, কাঞ্চন এর অধ্যক্ষ, জুলিয়েট গ্লোরিয়া গোমেজ জানান, গণিত অলিম্পিয়াডের ফলে শিক্ষার্থীরা গণিতকে জয় করতে শিখেছে। আমরা অল্প সময়ে এতো বড় একটি আয়োজন করতে সক্ষম হয়েছি। বিষয়টি চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা ও আমাদের শিক্ষার্থীরাও প্রস্তত ছিলাম। বিষয়টি আমরা উপভোগ করেছি। পাশাপাশি আমরা এই আয়োজন করতে পেরে অবশ্যই নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

ড. অধ্যাপক কায়কোবাদ বলেন, জেলা পর্যন্ত পৌঁছানো গেলেও উপজেলায় এই প্রথম আসা। এই গণিত অলিম্পিয়াডের মাধ্যমে ছেলে-মেয়েরা গণিতে আরো পারদর্শী হবে। এদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এ দেশ উন্নয়নে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে বলিয়ান হবার বিকল্প নাই বলে জানান তিনি।

মাসকো গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা এম এ সবুর বলেন, গণিত অলিম্পিয়াডের মতো এমন বড় একটি আয়োজনের অংশিদার হতে পেরে আমরা আনন্দিত। গণিত এমন বিষয়, একবার বুঝলে মজার শেষ নাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করছি গণিতের ভয়কে জয় করতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ