ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লাল বাহিনীর ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে চালক নিহত

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ২০:০৯

সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গায় বাস মালিক সমিতির লাল বাহিনীর সদস্যদের ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে যশোর সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়াতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ (৬০) সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের নিয়ামত গাজীর ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) সজিব খান জানান, মালিক সমিতির লাল বাহিনীর সদস্য ও ওয়ারিয়া গ্রামের আকবরের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পাথরঘাটা গ্রামের আহাদ আলীর ছেলে শাহজাহান ইজিবাইক তাড়া করলে ইজিবাইকচালক আব্দুর রউফ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রউফ ঘটনাস্থলে নিহত হোন। এ ঘটনায় সেখানে পরিস্তিতি উত্তপ্ত হলে পুলিশ যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

রউফের পরিবারের পক্ষে বিউটি খাতুন বলেন, লাল বাহিনীর ধাওয়ায় দুর্ঘটনায় পতিত হয়ে রউফ নিহত হয়েছেন। এ ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ