কুষ্টিয়াকে উন্নত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, উন্নয়ন ও শান্তির কুষ্টিয়া গড়া আমার লক্ষ্য ছিল। একসময় কুষ্টিয়া সন্ত্রাসী জনপদ ছিল। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের কঠোরভাবে দমন করার চেষ্টা করেছি। কে আপন আর কে দূরের সেটা দেখিনি। সবসময় ন্যায়সংগত থাকার চেষ্টা করেছি।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের প্রথম কাজ জনগণের কল্যাণ করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হন তাদের দায়িত্ব একটু বেশি। আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন করা।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক থাকায় সাংগঠনিক কারণে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। তারপরও আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি যখন সংসদ সদস্য হয়েছিলাম তখন কুষ্টিয়া অনেক পিছিয়ে পড়া জেলা ছিল। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, সিলেটসহ অন্যান্য জেলা দ্রুত এগিয়ে গেছে।
হানিফ বলেন, জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজ, বাইপাস সড়ক। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এসব কাজ করেছি। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, শেখ রাসেল সেতু হয়েছে। স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে আছে। আরো অনেক কাজ করেছি। এরপরও আরও কাজ বাকি, এখনও করতে পারিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার কারণে দেশজুড়ে অস্থিরতা ছিল। ২০১৫ সালে টানা ৯৩ দিন পেট্রোল বোমা সন্ত্রাস করেছে। দেশের মানুষের জীবন বিপর্যস্ত ছিল।
হানিফ বলেন, আইটি পার্কের কাজ শুরু হয়েছে, বালিয়াপাড়ায় টেক্সটাইল কলেজ হবে। এছাড়া অনেকগুলো কাজ বাকি আছে। এগুলোর বাস্তবায়ন হলে কুষ্টিয়ার চিত্র আমূল পাল্টে যাবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ দুর্যোগ শেষ পর্যায়ে আছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার হবে এবং তার ফলে ব্যাপক কাজের সুযোগ হবে। আপনাদের সহায়তা নিয়ে অবশ্যই আরও বেশি করে স্বপ্নের কুষ্টিয়া গড়ে তুলতে পারব।
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, বিএনপি-জামায়াত তাদের রাজনৈতিক আদর্শের কারণে নির্বাচনে আসেনি। তাদের রাজনীতির উদ্দেশ্য যদি দেশের উন্নয়নের জন্য, জনকল্যাণে হয় তাহলে এই নির্বাচন দল-মত নির্বিশেষে সবাই সমর্থন করুন। দেশের কাজ করছি, কুষ্টিয়ার জন্য কাজ করছি। নির্বাচনে আপনারা নেই কিন্তু সমর্থন তো করতে পারেন। সবাই সমাজে যদি মিলেমিশে এক থাকতে পারেন। তাহলে কেন সবাই মিলেমিশে ভোট দিতে পারবেন না?
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ