ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সকল ফসলি জমিতে এখন হালী পেঁয়াজের চারা রোপণ শুরু হয়েছে। সকল ফসলের মধ্যে পেঁয়াজ চাষ করে অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন কৃষকরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজের চারা রোপণের জন্য মাঠে ব্যস্ত সময় পারছেন চাষিরা।

সরজমিনে মাঠ ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরাও কৃষকদের সাথে বালিয়াকান্দি ইউনিয়নের এলাকার মাঠগুলোতে খুব সকালে ঠান্ডা ও কুয়াশা অপেক্ষা করে কাজ করছেন। প্রতিটি জমিতে দুই জন করে লাঙ্গল দিয়ে মাটি সরিয়ে দেয় আর ২০-২৫ জন চাষিরা এক সারিতে বসে পেঁয়াজের হালী রোপণ করছেন।

অন্যদিকে, আরেক দল শ্রমিক পেঁয়াজের হালী উত্তোলন করে এনে দিচ্ছে। এতে শ্রমিকরা সহযোগিতার মনোভাব নিয়ে প্রতিযোগিতার সাথে পেঁয়াজ রোপণের কাজ শেষ করে এক সাথে করে সন্ধ্যায় বাড়িতে ফিরছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ