ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সীতাকুণ্ডে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় সুধীর চন্দ্র দাস (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শীতলপুর মদনহাট টেম্পো নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধীর দাস সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের বরদা দাসের ছেলে।

পুলিশ জানায়, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই ঘটনায় বাসের আরও দুই যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ