ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গাড়িচালক গ্রেফতার

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭

টাঙ্গাইলের গোপালপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাড়িসহ মো. মনির (২৫) নামের এক চালককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপালপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনির উপজেলার ভুয়ারচক গ্রামের লোকমানের ছেলে। তিনি মাইক্রোবাসের চালক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপালপুর পৌরসভার থানা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসযোগে দেশীয় অস্ত্রবহনকারী মাইক্রোবাসটিকে থামানোর জন্য সিগনাল দেয়া হয়। এসময় গাড়িতে থাকা দুইজন পালিয়ে যায়। পরে অস্ত্রসহ চালককে গ্রেফতার করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে র‌্যাব ও পুলিশের সহায়তায় ওই মাইক্রোবাসচালককে অস্ত্রসহ গ্রেফতার করেন। পরে র‌্যাবের কাছে তাদের হস্তান্তর করা হয়।

এদিকে র‌্যাব জানায়, এ ব্যাপারে থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ