নড়াইলের সদর উপজেলার উত্তর পঙ্কবিলা গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মফিজ মিয়া (৬৫) ও আশিকুর মোল্যা (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামের মফিজ মিয়ার দক্ষিণ পোতার টিনশেড ঘরের বারান্দার রুম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামি মফিজ মিয়ার নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ