রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাধা দেওয়ায় জাকির হোসেন হিরু নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সময় স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাঁধা দেয় জাকির হোসেন হিরু।
আটক জাকির হোসেন হিরু কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ