প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। এসময় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী সার্কিট হাউজে বুধবার (২০ ডিসেম্বর) সকালে জেলার ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচারণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মতবিনিময় সভায় রাজশাহী জেলার চারটি (রাজশাহী-১, রাজশাহী-৪, রাজশাহী-৫, রাজশাহী-৬) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের স্ব স্ব আসনের নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। এসময় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীসহ কতিপয় প্রার্থীদের পুলিশ প্রশাসন দিয়ে ভীতি তৈরি এবং অবৈধভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। তবে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশনের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ